আন্তর্জাতিক ডেস্ক : কাতার কখনোই আত্মসমর্পণ করবো না বলে ঘোষনা দিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি। বৃহস্পতিবার রাজধানী দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, কাতার আত্মসমর্পণ করবে না। কাতার কখনোই স্বাধীন পররাষ্ট্র নীতিকে বিসর্জন দিবে না। সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক না রাখলেও কাতার আজীবন চলতে পারবে বলে দৃঢ়তার সাথে জানান তিনি।
সম্পর্ক ছিন্নকারী দেশগুলো কি চায় তার তালিকা এখনো দেয়নি উল্লেখ করে তিনি বলেন, বিরাজমান সংকট শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। কাতার সংকটের কোনো সামরিক সমাধান নেই বলেও জানান তিনি।
এ সময়ে কাতারে তুর্কি সেনাদল মোতায়েনের বিষয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, গোটা অঞ্চলের নিরাপত্তার খাতিরেই কাতারে মোতায়েন হবে তুর্কি সেনাদল।
সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরসহ আরো কয়েকটি দেশ সোমবার দোহার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার মধ্য দিয়ে চলমান সংকটের সৃষ্টি হয়। সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের সঙ্গে সম্পর্ক রাখার কথিত অভিযোগে এনে এ পদক্ষেপ নেয় দেশগুলো।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি