শনিবার, ১০ জুন, ২০১৭, ০৯:৫৪:৩১

ভারত-চিন সম্পর্ক নিয়ে মোদিকে ৪টি পরামর্শ দিলেন জিনপিং

ভারত-চিন সম্পর্ক নিয়ে মোদিকে ৪টি পরামর্শ দিলেন  জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক:  ভারত-চিন পারস্পরিক সম্পর্কে যেসব মতানৈক্যের মেঘ রয়েছে তা কীভাবে কাটিয়ে ওঠা যায় সেবিষয়ে আস্তানায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতে আলোচনা করলেন চিনা প্রেসিডেন্ট জাই জিনপিং।

কাজাখাস্তানের আস্তানায় 'সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে'র আসরে আজ ভারত-চিন সম্পর্ক নিয়ে মোদিকে ৪টি পরামর্শ দিলেন  জিনপিং, জেনে নিন এক ঝলকে-

১) দুই পক্ষকেই মতানৈক্যের দিকগুলি মেটাতে 'যথোপযুক্ত' কাজ করতে হবে।

২) উভয় দেশই বহুপাক্ষিক আলোচনাকে দৃঢ় করে তুলবে এবং স্পর্শকাতর বিষয়গুলিকে সামলাবে।

৩) বাণিজ্য ও লগ্নির ক্ষেত্রে পারস্পরিক সহযোগীতার উপর বিশেষ জোর দেন চিনা রাষ্ট্রপতি। আর এর ফলেই বড় মাত্রার প্রকল্পগুলি লাভএর প্রাথমিক স্তরে পৌঁছবে।.

৪) চিন-ভারত-বাংলাদেশ-মায়ানমার চতুর্দেশীয় যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে গড়ে তোলার বিষয়টি বিশেষ গুরুত্ব দেন তিনি।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে