শনিবার, ১০ জুন, ২০১৭, ১০:১৯:৪৭

গরুর মাংস খাওয়ার তালিকায় হিন্দুরা বিশ্বে চতুর্থ

গরুর মাংস খাওয়ার তালিকায় হিন্দুরা বিশ্বে চতুর্থ

আন্তর্জাতিক ডেস্ক: গরুর মাংস খাওয়ার নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। এমন রিপোর্ট দিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। তাদের প্রকাশিত রিপোর্টে অস্বস্তি বাড়ছে কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর।

এই রিপোর্ট প্রকাশের পর বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি ও গো রক্ষকরা। আগেই তাদের বিরুদ্ধে ‘গো রক্ষার’ নামে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। কিছু ক্ষেত্রে মৃত্যু হয়েছে নিরীহদের।

হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। এই তত্ত্ব কতটা যুক্তিগ্রাহ্য তা নিয়ে বিদগ্ধ মহলে প্রশ্ন উঠেছে। যদিও কট্টরপন্থী সংগঠনগুলো নিজেদের অবস্থানেই অনড়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১.৩৪ কোটি হিন্দু গরুর মাংস খান। এই সংখ্যাটা ৯৬.৬০ কোটি হিন্দু ধর্মাবলম্বীর ১.৩৯ শতাংশ। রিপোর্টে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে গরুর মাংস খাওয়ার পরিসংখ্যান উঠে এসেছে।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে