শনিবার, ১০ জুন, ২০১৭, ১০:৩৫:০৯

ইরান ও সৌদি আরবে আরও হামলা করা হবে : আইএস

ইরান ও সৌদি আরবে আরও হামলা করা হবে : আইএস

 আন্তর্জাতিক ডেস্ক: ইরানে হামলার পর সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এছাড়া ইরানের শিয়াদের ওপরেও হামলা জোরদার করা হবে বলে জানিয়েছে সন্ত্রাসী সংগঠনটি। সাইট ইন্টেলিজেন্স শুক্রবার একথা জানিয়েছে।

বুধবার ইরানের পার্লামেন্ট এবং খোমেনির মাজারে আত্মঘাতী বোমা হামলাকারী এবং বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত হয়। আহত হয় আরও মানুষ। আইএস এ হামলার দায় স্বীকার করে ইরানের শিয়া জনগোষ্ঠীর ওপর আরও হামলা চালানোর হুমকি দেয়।

একটি ভিডিওতে মুখোশ পরা ৫ আইএস যোদ্ধাকে ইরানে হামলার হুমকি দেওয়ার পাশাপাশি সৌদি আরব সরকারকেও হামলার হুমকি দিতে দেখা গেছে। বলা হয়েছে, হামলার পালা তাদের ওপরও আসবে।

আইএস হুমকির ভিডিওটির শেষে সৌদি আরব সরকারকেও একটি বার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়, জেনে রাখুন যে ইরানের পর আপনাদের পালা আসবে। আল্লাহর ওয়াস্তে আমরা আপনাদের ঘরে আঘাত হানব... আমরা কারও চর নই। আমরা কেবল আল্লাহ ও তার বার্তবাহককে মেনে চলি। আমরা ধর্মের জন্য লড়ছি। ইরান কিংবা আরব উপদ্বীপের স্বার্থে লড়ছি না।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে