শনিবার, ১০ জুন, ২০১৭, ১১:৫৮:৫৯

‘কাতারি ভাই’দের পাশে থাকার প্রতিজ্ঞা করলেন এরদোগান

‘কাতারি ভাই’দের পাশে থাকার প্রতিজ্ঞা করলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রতিজ্ঞা করেছেন, উপসাগরীয় আঞ্চলিক সঙ্কট নিরসনে কাতারের পাশে থেকে নিজের ক্ষমতায় থাকা সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। তিনি বলেন ‘আমরা আমাদের কাতারি ভাইদের একা ছাড়ব না।’

শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে নিজের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) সঙ্গে ইফতার শেষে এসব কথা বলেন এরদোগান। তিনি বলেছেন, কাতারকে একঘরে করে দিয়ে আঞ্চলিক সমস্যা সমাধান সম্ভব নয়। কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির প্রতি জারি করা নিষেধাজ্ঞা তুলে নিতে সৌদি আরবসহ বাকি দেশগুলোকে তিনি অনুরোধ জানান।

সৌদি সরকারের প্রতি একটি বিশেষ অনুরোধও জানিয়েছেন এরদোগান। তিনি বলেন, ‘আপনারা উপসাগর অঞ্চলের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। আমরা আপনাদের পবিত্র স্থানগুলোর রক্ষক বলে ডাকি।

তাই আপনাদেরই বিশেষভাবে ভ্রাতৃত্বের পক্ষে কাজ করা উচিত, শত্রুতার পক্ষে না। আপনাদের কাজ করতে হবে ভাইদের এক করার জন্য। এটাই আমরা সৌদি, পবিত্র মসজিদসমূহের অভিভাবকের কাছ থেকে আশা করি।’

কাতারকে জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের ধারাবাহিকতায় ইয়েমেন ও মালদ্বীপ। কাতারের ৫৯ ব্যক্তি ও ১২টি দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রথম চারটি দেশ সরাসরি জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ আনে।

জঙ্গিবাদে কাতারের সম্পৃক্ততার ব্যাপারে এরদোগান বলেন, ‘এমন কোনো কিছুই ঘটেনি। আমি ওই সংগঠনগুলো সম্পর্কে জানি।’ দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে