আন্তর্জাতিক ডেস্ক: ‘ভগবান’-এর জায়গায় ছাপা হয়েছে ‘হ্যায়ভান’ (শয়তান)! কীভাবে ঘটল অনভিপ্রেত এই ঘটনা?
যিশু খ্রিস্টের নামের আগে ‘শয়তান’! গুজরাট বোর্ডের নবম শ্রেণির হিন্দি ভাষার পাঠ্য পুস্তকে এমনটাই লেখা আছে। একেবারেই অনভিপ্রেত এই ঘটনায় তোলপাড় দেখা দিয়েছে খ্রিস্টান সমাজে।
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনিযায়ী, কেন যিশু খ্রিস্টকে এমন নামে সম্বোধন করা হয়েছে বইতে, তা জানতে জেলা শিক্ষা আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভও দেখিয়েছেন খ্রিস্টধর্মাবলম্বীরা। অবিলম্বে ওই পাঠ্য পুস্তককে বাজেয়াপ্ত করার দাবিও জানানো হয়েছে। বিক্ষোভকারীদের তরফ থেকে বলা হয়েছে, ‘ওই পাঠ্য পুস্তকে আমাদের ভগবানকে অপমান করা হয়েছে। এতে আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। এখনই এই বইটি বাজেয়াপ্ত করা হোক।’
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই মুখ পুড়েছে গুজরাট স্টেট স্কুল টেক্সট বুক বোর্ডের। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভুল একেবারেই অনিচ্ছাকৃত। বোর্ডের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট নিতীন পেঠানি জানিয়েছেন, ‘এটা নিতান্তই ছাপার ভুল।’
নবম শ্রেণির ওই বইয়ের ‘ভারতীয় সংস্কৃতিতে ছাত্র-শিক্ষক সম্পর্ক’ অধ্যায়ে (পৃষ্ঠা সংখ্যা ১৬) ভুলটি রয়েছে। ‘ভগবান’-এর জায়গায় ছাপা হয়েছে ‘হ্যায়ভান’ (শয়তান)! বোর্ডের পক্ষ থেকে এরই মধ্যে সংশোধনের কাজ শুরু হয়ে গেছে।
তাদের অনলাইন সংস্করণে ভুলটি সংশোধিত হয়েছে বলে জানাও গেছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে ছাপা বইয়ের ক্ষেত্রে। অনেক আগেই বইগুলি প্রতিটি বিদ্যালয়ে সরবরাহ করা হয়ে গিয়েছে।
এই অবস্থায় সব বই ফিরিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানা গিয়েছে। বোর্ডের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, তারা প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের কাছে লিখিত নির্দেশ পাঠিয়ে জানিয়ে দিয়েছে, তাঁরা যেন ছাত্রছাত্রীদের পড়ানোর সময়ে ভুলটি সংশোধন করে পড়ান।-এবেলা
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস