শনিবার, ১০ জুন, ২০১৭, ০৭:৪৪:৩৫

এক লাখ রুপি করে পাচ্ছে ভারতের তেলেঙ্গানার মসজিদগুলো

এক লাখ রুপি করে পাচ্ছে ভারতের তেলেঙ্গানার মসজিদগুলো

দীপক দেবনাথ, কলকাতা: ইফতারের জন্য মসজিদগুলিকে এক লাখ রুপি করে অর্থ সহায়তা দিচ্ছে ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকার। আগামী ১৮ জুন হবে এই ইফতার মাহফিল। অর্থের পাশাপাশি দেওয়া হবে ৫০০টি উপহার। এ উপলক্ষ্যে মোট ৪.৮ কোটি রুপি অর্থ খরচ করছে রাজ্য সরকার।  

পাশাপাশি আগামী ১৮ জুন হায়দ্রাবাদের নিজাম কলেজ গ্রাউন্ডে তেলেঙ্গানা রাজ্য সরকার এক গ্র্যান্ড ইফতার পার্টির আয়োজন করেছে। সেখানে উপস্থিত থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে.চন্দ্রশেখর রাও।  

ইফতার পার্টির আয়োজন নিয়েই সম্প্রতি রাজ্যের মসজিদ কমিটিগুলির প্রেসিডেন্ট, সেক্রেটারি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন তেলেঙ্গানার পশু পালন ও সিনেমাটোগ্রাফি মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব।

মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য আনন্দ-উৎসাহের মধ্যে রমজান পালন করা। এজন্য আগামী ১৬ জুন রাজ্যের ৪৩২টি মসজিদকে ২ লাখ ১৬ হাজার রুপি মূল্যের ৫০০ উপহারের প্যাকেট তুলে দেওয়া হবে। নতুন পোশাকের ওই প্যাকেটগুলি দেওয়া হবে মসজিদে আগত অতিথিদের।  

রমজানে ভারতের দক্ষিণাঞ্চলের অধিকাংশ রাজ্যেই বেশ জমকালোভাবে ইফতার পার্টি করা হয়ে থাকে।-বিডি প্রতিদিন
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে