আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের উপর ভারতের ন্যায্য অধিকার রয়েছে। ভারতের উচিত দ্রুত ওই এলাকার দখল নেওয়া। কাশ্মীরে যাবতীয় সমস্যার মূলে রয়েছে পাকিস্তান। শনিবার এরকমই একের পর এক মন্তব্য করলেন যোগগুরু বাবা রামদেব। কাশ্মীরে অশান্তি ছড়ানোয় কড়া সমালোচনা করলেন ইসলামাবাদের।
কী করে উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে হবে, এদিন সেই পথও বাতলে দিয়েছেন তিনি। যোগগুরুর দাওয়াই, ভারতীয় সেনার উচিত সীমান্ত সংলগ্ন পাক সেনাঘাঁটিগুলি ধুলোয় মিশিয়ে দেওয়া। চম্পারন সত্যাগ্রহের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে গান্ধী ময়দানে তিন দিনের যোগ শিবিরে এই মন্তব্য করেন তিনি। মাসুদ আজহার, হাফিজ সাঈদ, দাউদ ইব্রাহিমের মতো কুখ্যাতরাই ভারত ও পাকিস্তান সমস্যার মূলে রয়েছে বলেও বাবা রামদেব উল্লেখ করেন।
অবশ্য সাধারণ পাকিস্তানি নাগরিক, যারা শান্তিকামী, তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রামদেব। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না, তা জানতে চাওয়া হলে, তিনি বলেন, “আমরা হয়তো কখনও কখনও ভুলে যাই যে, আমাদের সেনাদেরও মানবাধিকার রয়েছে।” সবমিলিয়ে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাবা রামদেব।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস