আন্তর্জাতিক ডেস্ক : যে কোনও মুহূর্তে ভারত পাকিস্তানের আক্রমণ করতে পারে! এমনটাই আশঙ্কা প্রকাশ করলো পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে ভারত কোন মন্তব্য করেনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়ার চাঞ্চল্যকর দাবি, যে কোনও মুহূর্তে হামলা করতে পারে ভারত। এমনকি, ভারত নাকি পাকিস্তানের সঙ্গে যুদ্ধই চাইছে। পাক বিদেশ দফতরের এহেন মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, তাহলে ভারতের আক্রমনের ভয়ে কাঁটা হয়ে রয়েছে পাকিস্তান!
প্রসঙ্গত, গত কয়েকদিনে ভারত-পাকিস্তানের মধ্যে একাধিকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে। শুধু তাই নয়, যেভাবে পাকিস্তান স্পেশাল ফোর্স ব্যাট মন্ডুচ্ছেদ করেছে দুই ভারতীয় সেনার। পাকিস্তান সেনাবাহিনীর এই ঘটনার প্রতিশোধ নিতে লাগাতার পাকিস্তানের একাধিক বাঙ্কার, ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এহেন ঘটনাকে কেন্দ্র করে রীতিমত সীমান্তে যুদ্ধ পরিস্থিতি। আর এরই মধ্যে এহেন শঙ্কার কথা প্রকাশ করলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এই মুখপাত্র।
নাফিস জাকারিয়ার বলেছেন, ভারত পাকিস্তানে আক্রমণ করার চেষ্টা করলেও পাকিস্তানের উত্তেজনা বাড়ানোর কোনও ইচ্ছা নেই। তবে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি পাকিস্তানের। সূত্র : কলকাতা ২৪।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি