আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ১০০ সন্তানের বাবা পাকিস্তানের তিন ‘বীর’ পুরুষ! আল্লার ইচ্ছে, তাই বাধা নেই স্বাভাবিক নিয়মে!
আর এই ‘স্বাভাবিক নিয়ম’ থেকেই অস্বাভাবিক কাণ্ড ঘটিয়ে ইতিমধ্যে খবরের শিরোনামে পাকিস্তানের তিন কীর্তিমান৷ সব মিলিয়ে প্রায় প্রায় একশো সন্তানের জন্ম দিয়েছেন এই তিন ব্যক্তি৷ যা দেখে রীতিমতো স্তম্ভিত গোটা বিশ্ব৷
‘‘মানবসভ্যতা সৃষ্টি করেছেন আল্লা৷জন্ম-মৃত্যু তাঁরই হাতে৷স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে আমার কোনও হাত নেই৷’’ অকুণ্ঠে একথা জানালেন ২৭ সন্তানের বাবা গুলজান খান৷ একইসঙ্গে খানসাহেবের বক্তব্য পারিবারিক শক্তি বৃদ্ধির জন্যই একের পর এক সন্তানের জন্ম দিয়েছেন তিনি৷
বছর ৫৭ র খানের মতে , ‘‘ক্রিকেট খেলার জন্য আমার সন্তানদের কোনও বন্ধুর প্রয়োজন নেই৷ তারা নিজেরাই খেলতে পারে৷’’ খান ২৭ সন্তানের বাবা৷ তবে খানকে ২৭ সন্তানের বাবা বলাটা বোধহয় ঠিক হবে না৷এর চেয়ে বরং ‘সাড়ে ২৭’ সন্তানের পিতা বলাই ভাল৷
কিন্তু কেন? লাজুক মুখে খানের তিন নম্বর স্ত্রী জানালেন তিনি সন্তান সম্ভাবনা৷ খুব শিগগিরিই ২৭ ভাই-বোনের দলে নতুন এক সদস্য আসতে চলেছে৷ খানের ভাই মস্তান খান ওয়াজিরও কিন্তু কিছু কম নয়৷দাদার থেকে একটু দূরে রয়েছে সে৷বর্তমানে ২২ সন্তানের বাবা সে৷খুশীর খবর ওয়াজিরের দ্বিতীয় স্ত্রীও সন্তান সম্ভাবনা৷
তবে ওয়াজির বা গুলজান বহু সন্তানের জন্ম দিলেও এই দুই ভাইকে কিন্তু ছাপিয়ে গিয়েছে বালোচিস্তানের জান মহম্মদ৷ বর্তমানে তাঁর সন্তানদের সংখ্যা ৩৮৷ এ প্রসঙ্গে তাঁর বক্তব্য একশো সন্তানের বাবা হতে চান৷ তাই যেদিন জানতে পেরেছিলেন শারীরিক অক্ষমতার কারণে তাঁর তিন নম্বর স্ত্রী নতুন করে আর কোনও সন্তানের জন্ম দিতে পারবেন না সেদিনই নতুন বিয়ে করেন৷ কারণ একশো সন্তানের বাবা না হওয়া পর্যন্ত থামবেন না বলে ঠিক করে রেখেছেন তিনি৷
রাষ্ট্রসংঘের মতে, প্রতি মহিলা পিছু সন্তান জন্ম দেওয়ার নিরিখে সারা বিশ্বে সব থেকে এগিয়ে পাকিস্তান৷ একই সঙ্গে এশিয়ার এই দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে তা আগামী দিনে পাকিস্তানের অর্থনীতিকে পঙ্গু করে দেবে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷তবে জান মহম্মদ বা গুলজানের মতো যদি আরও বেশ কয়েকজনের মনে এহেন ইচ্ছা উদয় হয় তাহলে পাকিস্তানের অবস্থা ঠিক কি হবে তা নিয়ে সন্দেহ রয়েছে৷ -কলকাতা
এমটিনিউজ২৪/এম.জে