মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭, ০৪:৪০:৫০

মোদিকে ধন্যবাদ জানিয়ে যা বললেন ট্রাম্প-কন্যা ইভানকা

মোদিকে ধন্যবাদ জানিয়ে যা বললেন ট্রাম্প-কন্যা ইভানকা

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি সম্মেলনে ভারতে আসতে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্পকন্যা ইভানকাকেও।

এরপরই নরেন্দ্র মোদিকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন ইভানকা। টুইটে ইভানকা বলেন, ‘ভারতে গ্লোবাল এন্টারপ্রেনরশিপ সামিটের জন্য মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদি।’

সোমবার প্রথম হোয়াইট হাউসে মুখোমুখি হন মোদি ও ট্রাম্প। দুজন একটি যৌথ সাংবাদিক বৈঠকও করেন। সেখানেই নরেন্দ্র মোদি বলেন, গ্লোবাল এন্টারপ্রিনারশিপ ফোরামের মার্কিন প্রতিনিধিদের নেতৃত্ব দিতে ভারতে আমন্ত্রণ জানিয়েছি ইভানকা ট্রাম্পকে। ইভানকা সেই আমন্ত্রণ গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন মোদি।

এরপরই মোদিকে টুইট করে ধন্যবাদ জানান ইভানকা ট্রাম্প। ইভানকা ট্রাম্প ও তার স্বামী জারেড কুশনার, দুজনই ট্রাম্পের ঘনিষ্ঠ অ্যাডভাইজার। গত মার্চে নিজের ওয়েস্ট উইং অফিসে চলে যান ট্রাম্পের বড় মেয়ে ইভানকা।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে