শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪০:৪৬

হামলা চালাতে ছুটে গেল একের পর এক সৌদি যুদ্ধবিমান

হামলা চালাতে ছুটে গেল একের পর এক সৌদি যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) এই হামলা চালানো হয় বলে একজন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা শিনহুয়াকে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) সংশ্লিষ্ট একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে।
 
ডিসেম্বরের শুরুতে আকস্মিক সামরিক অভিযান চালিয়ে দেশের সবচেয়ে তেলসমৃদ্ধ প্রদেশগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এসটিসি।
 
এসব অঞ্চলের দখল ছেড়ে দিতে এসটিসিকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছিল সৌদি আরব। হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ এবং এটির সঙ্গে সৌদির বিশাল সীমান্ত রয়েছে।
 
ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, সৌদি আরব একদিন আগে এসটিসিকে হাদরামাউত থেকে তাদের বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। বিমান হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ওই কর্মকর্তা জানান।
 
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রদেশের বিভিন্ন অংশে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমান হামলার পর লক্ষ্যবস্তু এলাকাগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

 এদিকে, এসটিসি–ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো জানিয়েছে, হাদরামাউতের গাইল বিন ইয়ামিন এলাকায় তাদের বাহিনীর ওপর এই বিমান হামলা হয়েছে।
 
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক সৌদি আরব এখন পর্যন্ত এসব বিমান হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
 
তবে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের দক্ষিণের দুটি প্রদেশে এসটিসির সাম্প্রতিক সেনা মোতায়েন ‘অযৌক্তিক উত্তেজনা সৃষ্টি’ করেছে, যা ইয়েমেনের স্বার্থ ক্ষুণ্ন করছে এবং স্থিতিশীলতা ফেরাতে সৌদি নেতৃত্বাধীন প্রচেষ্টাকে জটিল করে তুলছে। সূত্র: সিনহুয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে