মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭, ০৭:৫১:৩৭

গাজায় একের পর এক বিমান হামলা ইসরাইলের

গাজায় একের পর এক বিমান হামলা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় প্রতিরোধ আন্দোলনে হামাসের বিভিন্ন স্থাপনায় একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার রাতে হামাসের একাধিক স্থাপনা লক্ষ্য করে এ ধারাবাহিক হামলা চালানো হয়। খবর সংবাদসংস্থার।

ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রকেট হামলার অভিযোগে এ আগ্রাসন চালায় ইহুদি প্রধান রাষ্ট্রটি। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজা সিটি ও দক্ষিণাঞ্চলীয় রাফাহ্ নগরীর কাছে হামাসের অন্তত তিনটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাৎক্ষণিকভাবে ধারাবাহিক বিমান হামলা ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, শা’র হানেগেভ আঞ্চলিক পরিষদের কাছে হামাসের একটি রকেট নিক্ষেপের জবাবে ইসরাইলি বিমান বাহিনী এ হামলা চালায়।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে