আন্তর্জাতিক ডেস্ক : সিকিম সীমান্ত পেরিয়ে চীনে ঢুকে পড়েছে ভারতীয় সেনাবাহিনী। এমনটাই দাবি বেজিংয়ের। অবিলম্বে বাহিনী সরিয়ে না নিলে নাথুলা পাসের প্রবেশ পথ বন্ধ করে কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রীদের বাধা দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে চীন। খবর ইন্ডিয়াটাইমসের।
সেনাবাহিনী না সরালে কৈলাসগামী ৩০০ জন তীর্থযাত্রীর ৬টি দলকে আর নাথুলা পাস দিয়ে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে চীন। চিনের বিদেশমন্ত্রনালয়ে মুখপাত্র লু কাং বলেছেন, 'আমরা অন্তর্দেশীয় সার্বভৌমত্ব রক্ষার পথে চলি। আশা করব ভারত সেই বিষয়টি মাথায় রেখে চীনের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে এবং চীনের সীমান্ত পেরিয়ে যে সেনারা ঢুকে পড়েছে অবিলম্বে তারা সরে যাবে।'
সোমবারই চীনের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিরাপত্তার কারণে কৈলাসগামী তীর্থযাত্রীদের নাথুলা পাস দিয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। সেনাবাহিনী অবিলম্বে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি কীভাবে এই ঘটনা ঘটল তাও ভারতের তদন্ত করে দেখা উচিত বলে জানিয়েছে চিন।
১৪৩০ জন তীর্থযাত্রীদের মধ্যে ১০৮০ জন যাবে উত্তরাখণ্ডের লিপুলেখ দিয়ে। প্রথম দল ইতোমধ্যে তিব্বতে পৌঁছে গিয়েছে। তবে যে ৩০০ জন তীর্থযাত্রীর নাথুলা পাস দিয়ে যাওয়ার কথা, তাদের ভবিষ্যত্ এখন অনিশ্চিত।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস