মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭, ১১:০৭:২৭

‘আন্তর্জাতিক জঙ্গি’নেতার পাশে দাঁড়ালো পাকিস্তান

‘আন্তর্জাতিক জঙ্গি’নেতার পাশে দাঁড়ালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়া সম্পূর্ণ অনৈতিক। জঙ্গিনেতার পাশে দাঁড়িয়ে এমনই দাবি করল পাকিস্তান। সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেই হিজবুল প্রধান সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে আমেরিকার ডিপার্টমেন্ট অব স্টেট। আমেরিকার এক্তিয়ারে থাকা তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয় সোমবার।

তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার পাকিস্তানের তরফে বিবৃতি জারি করে জানায়, সম্পূর্ণ নিজের উদ্যোগে কাশ্মীরের জনগণের অধিকারের সমর্থনে যিনি কাজ করছেন আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়াটা একেবারেই অনৈতিক। পাকিস্তান কাশ্মীরিদের অধিকার রক্ষায় সব সময় সমর্থন ও সহযোগিতা জানিয়ে যাবে বলেও সেই বিবৃতিতে লেখা হয়েছে।

পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়ে, কাশ্মীরকে অশান্ত করে তোলার ইন্ধন জুগিয়ে যাচ্ছিল এই হিজবুল জঙ্গি নেতা। পাকিস্তানের দাবি, জঙ্গিদের দমনের সব রকম লড়াই চালিয়ে যাচ্ছে তারা। পাকিস্তানেও মানুষের রক্ত ঝরছে। তবে কাশ্মীরিদের অধিকার রক্ষায় সমর্থন জানিয়ে যাবেন তারা।

যদিও আমেরিকার এই সিদ্ধান্ত জঙ্গি দমনে ভারতের একপ্রকার জয় বলেই জানিয়েছে বিদেশমন্ত্রক। দীর্ঘদিন ধরে সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছিল ভারত। এতদিনে তা সফল হয়েছে। কাশ্মীরকে অশান্ত ও অস্থির করে তুলতে সবরমক আর্থিক ও মানসিক মদত দিত এই হিজবুল জঙ্গি সালাউদ্দিন। আমেরিকার এই ঘোষণার পর পরিস্থিতি একটু উন্নতি হবে বলে আশা করছে ভারত। -আজকাল
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে