আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এতে যারপরনাই চটে গিয়েছে পাকিস্তান। তাদের মতে, এই সিদ্ধান্ত একেবারেই অনভিপ্রেত। পাশাপাশি সালাউদ্দিনকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামীও আখ্যা দিয়েছে তারা।
পাকিস্তানের বিদেশ মন্ত্রনালয় জানিয়েছে, কাশ্মীরিদের সংগ্রামে রাজনৈতিক, কূটনৈতিক ও নীতিগত সমর্থন দিয়ে যাবে পাকিস্তান। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে জম্মু-কাশ্মীর ইস্যুর সমাধান হওয়া উচিত। কাশ্মীরিদের অধিকারের জন্য লড়ছেন, এমন একজনকে সন্ত্রাসবাদী ঘোষণা করা হল।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-মার্কিন যৌথ বিবৃতিতেও তা ছিল। পাক বিদেশ মন্ত্রনালয়ের বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে পাকিস্তান। পড়শি দেশের এই মন্তব্যেই পরিস্কার তারা সন্ত্রাসীদের কি চোখে দেখে? সালাউদ্দিনের মতো সন্ত্রাসবাদীকেও স্বাধীনতা সংগ্রামী আখ্যা দিচ্ছে তারা।
ভারত দীর্ঘদিন ধরেই বলে আসছে, সন্ত্রাসকে দুই চোখে দেখে পাকিস্তান। ভারতবিরোধী জঙ্গিদের আশ্রয় দেয় তারা। ফলে মোদি সরকারের দৌত্যে মার্কিন প্রশাসন সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করতেই খুলে গেল মুখোশ।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি