আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে মাউন্ট গাম্বিয়েরের বাইরে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিন জনের মৃত্যু ও অপর একজন আহত হয়েছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনহুয়া।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে টিবি-১০ টোবাগো বিমানটি আঞ্চলিক প্রধান নগরীর বাইরে একটি মাঠে বিধ্বস্ত হয়। জানা গেছে, তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ প্রসঙ্গে স্থানীয় কাউন্টি ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনাস্থলের কাছে গেলে বিমানটি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এতে ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটি বিস্ফোরিত হয়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস