শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭, ১১:২৭:২০

অবশেষে পিছু হটল ইসরায়েল, বিজয় উদযাপন ফিলিস্তিনিদের

অবশেষে পিছু হটল ইসরায়েল, বিজয় উদযাপন ফিলিস্তিনিদের

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনার মুখে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের প্রবেশপথে বসানো সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নিয়েছে ইসরায়েল।

গত ১৪ জুলাই আল-আকসার সামনে সংঘর্ষে তিন ফিলিস্তিনি ও তিন ইসরায়েলি নিরাপত্তাবাহিনী নিহতের পর রেলিং, গেইট, মেটাল ডিটেক্টরসহ বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা বসানো হয় আল-আকসার প্রবেশমুখে। পরে মসজিদের প্রবেশমুখে ক্যামেরা বসায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

এর জেরে ব্যাপক বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার সকালের দিকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নিয়েছে ইসরায়েল। এর আগে মঙ্গলবার আল-আকসার প্রবেশপথ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়া হয়।

নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষ ৫০ বছরের কম বয়সীদের আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। দুই সপ্তাহ আগে নিরাপত্তাবাহিনীর ওপর হামলার অভিযোগে আল-আকসায় স্থাপিত নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেয়ার কাজ শুরু করায় ফিলিস্তিনিরা সেখানে একত্রিত হয়ে বিজয় উদযাপন করছেন।

ফিলিস্তিনি এক নাগরিক আল-জাজিরাকে বলেন, তিনি গুরুত্বপূর্ণ বিজয় উদযাপনের জন্য আল-আকসায় সমবেত হয়েছেন।

তিনি বলেন, আজ আনন্দের দিন। একই সময়ে পূর্ণ বিজয় ও দুঃখের দিন- তাদের জন্য দুঃখিত যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে