শনিবার, ২৯ জুলাই, ২০১৭, ০৯:৩২:১৪

ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধ!

ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধ!

আন্তর্জাতিক ডেস্ক: কোন দেশের নাগরিক, সেটা বড় কথা নয়। টুইটারের মাধ্যমে সবসময়ই বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ান ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের নাগরিকদেরও ভারতের আসার মেডিকেল ভিসার ব্যবস্থা করে দেন তিনি। ভারতের বিদেশমন্ত্রীর এই ভূমিকায় আপ্লুত পাকিস্তানের বাসিন্দারা। এক পাকিস্তানি তরুণী টুইট করেছেন, সুষমা স্বরাজ যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে সে দেশের চেহারাই পালটে যেত।

প্রতি বছরে চিকিৎসাজনিত কারণে ভারতে আসেন বহু পাকিস্তানের নাগরিক। সম্প্রতি এক পাঙ্কিস্তানি নাগরিককে ভারতে আসার মেডিকেল ভিসা দেওয়ার ক্ষেত্রে টুইটারে ভারতের বিদেশমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন হিজাব আসিফ নাম এক পাঙ্কিস্তানি তরুণী। যথারীতি এক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ নেন সুষমা স্বরাজ।  

এরপর বিদেশমন্ত্রীর নির্দেশে ওই পাকিস্তানি নাগরিকের সঙ্গে যোগাযোগ করে ইসলামাবাদের ভারতীয় দুতাবাস। এরপর ভারতের বিদেশমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে পালটা টুইট করেন হিজাব আসিফ। টুইটারে তিনি লেখেন, ‘সীমান্তের এপার থেকে আপনার জন্য অনেক অনেক ভালবাসা ও শ্রদ্ধা। আপনি যদি আমাদের প্রধানমন্ত্রী হতেন, তাহলে এই দেশের চেহারাটাই পালটে যেত।'
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে