মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৬:৪০

বিশ্বের সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে যেটি

বিশ্বের সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে যেটি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের দুই শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেল, যার মধ্যে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু রয়েছে ১৪৭তম স্থানে।  IIT দিল্লি রয়েছে ১৭৯তম স্থানে।  সেরা ৪০০ মধ্যে ভারতের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও প্রথম ২০০তে আসতে পারেনি।  

সম্প্রতি QS ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে এ তথ্য সামনে চলে এসেছে।

গত বছরের ক্রম তালিকায় ২৩৫ নম্বরে থাকা আইআইটি দিল্লি এ বছর ঢুকে পড়েছে প্রথম ২০০ তে।  তবে উল্লেখযোগ্যভাবে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং মুম্বাই বিশ্ববিদ্যালয় নিজেদের স্থান ধরে রাখতে পারেনি।

এ মুহূর্তে বিশ্বে এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনলজি (MIT)।  দ্বিতীয় স্থানে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।  তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে কেমব্রিজ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

প্রথম ৫০-এর মধ্যে লন্ডনেরই ৪টি প্রতিষ্ঠান ঠাঁই পেয়েছে।  এরপরেই রয়েছে বোস্টন এবং নিউইয়র্ক।  এই শহর দু'টির ৩টি করে প্রতিষ্ঠান রয়েছে প্রথম ৫০-এ।  

QS রিসার্চের প্রধান বেন সওটার জানিয়েছেন, প্রথম ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টি দেশের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।  এর মধ্যে আমেরিকার ৪৯টি, যুক্তরাজ্যের ৩০টি, নেদারল্যান্ডসের ১২টি, জার্মানির ১১টি, কানাডা, অস্ট্রিয়া এবং জাপানের ৮টি, চীনের ৭টি, ফ্রান্স, সুইডেন এবং হংকংয়ের ৫টি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।  

এশিয়ার মধ্যে ১ নম্বরে রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর।  প্রতিষ্ঠানটি রয়েছে দ্বাদশ স্থানে।
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে