সোমবার, ৩১ জুলাই, ২০১৭, ০৯:১১:০৬

৭৫৫ জন মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করলেন পুতিন

৭৫৫ জন মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : বাঁধনঃ ট্রাম্প সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও তীব্র করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ রাশিয়া-আমেরাকির মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়ে আজ রাতে ট্রাম্পের বিরুদ্ধে হুঁশিয়ারি ছুঁড়লে পুতিন৷

রাশিয়ার টেলিভিশন চ্যানেল রোসিয়া ১ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাতকারে পুতিন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সুসম্পর্কের জন্যে অপেক্ষা করতে করতে আমাদের ধৈর্য ফুরিয়ে গিয়েছে। আমরা দীর্ঘদিন এই অপেক্ষায় ছিলাম যখন বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটবে, তবে এখনকার পরিপ্রেক্ষিতে তা বহু দূরের কথা।‘

তিনি আরও বলেন, ‘রাশিয়ায় নিযুক্ত ৭৫৫ জন মার্কিন রাষ্ট্রদূতকে রাশিয়া ছেড়ে চলে যেতে হবে৷’

এদিন চূড়ান্ত আক্ষেপ প্রকাশ করে পুতিন আরও বলেন, ‘রাশিয়া-মার্কিন সম্পর্ক, কোনও দিনই আরও উন্নতি হবে না৷’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাশিয়ায় নতুন নিষেধাজ্ঞা আরোপে সবুজ সংকেত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়া মার্কিন নিষেধাজ্ঞা জারি হতেই এবার ট্রাম্পের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।-নিউইয়র্ক টাইমস

এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে