সোমবার, ৩১ জুলাই, ২০১৭, ০৯:৪৫:১৬

যুদ্ধের জন্য প্রস্তুত হও লাল ফৌজ : সামরিক পোশাকে চীনা রাষ্ট্রপতি

যুদ্ধের জন্য প্রস্তুত হও লাল ফৌজ : সামরিক পোশাকে চীনা রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক: ডোকলামে চীন-ভারত-ভুটান সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতেই চীন আজ (রবিবার) সেখানে ব্যাপক সামরিক শক্তি প্রদর্শন করেছে।

পিপলস লিবারেশন আর্মির ৯০ বছর পূর্তি উপলক্ষে চীন তার সুদূর উত্তর সীমান্ত অঞ্চলের এক সামরিক ঘাঁটিতে বিশাল প্যারেডের আয়োজন করে। প্যারেডে ভবিষ্যৎ প্রজন্মের ফাইটার বিমানসহ চীনা সেনাবাহিনীর বেশ ক'টি বিশেষায়িত গ্রুপ অংশ নেয়। ওই প্যারেডে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট শি চিনপিং। সে সময় দেওয়া ভাষণে তিনি চীনা সেনাদের যু্দ্ধের জন্য তৈরি থাকতে বলেন।

চিনপিংয়ের এই ভাষণে সরাসরি কাউকে হুমকি না দিলেও এটা প্রতিবেশী ভারতকে উদ্দেশ্য করে চীনের দেওয়া প্রচ্ছন্ন সামরিক হুমকি বলে মনে করছে পর্যবেক্ষকরা। তবে ভারত জানিয়েছে তারা চীনকে তার ভাষায়ই মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সামরিক দৃষ্টিকোণ থেকে এই প্যারেডকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম নবভারতটাইমস চীনা নিউজ এজেন্সি সিনহুয়ার উদ্ধৃতিতে জানায়, এমন ঘটনা প্রেসিডেন্ট চিনপিংয়ের আমলে প্রথম ঘটল যখন তিনি এভাবে সেনাদলের পরিদর্শন করলেন তাও আবার সামরিক পোশাক পরিধান করে। ১৯৪৯ সালের কমিউনিস্ট আন্দোলনকালের পর এমন ঘটনা এবারই প্রথম ঘটল।  

সৈন্য সমাবেশ পরিদর্শন শেষে চিনপিং সেনারে উদ্দেশে বলেন, যুদ্ধের জন্য তৈরি থাকাটাই লাল ফৌজের (পিএলএ) জন্য একমাত্র লক্ষ্য হওয়া উচিত। 'সৈন্যদের ফোকাস সব সময় যুদ্ধের দিকে থাকা' উচিত যেন তারা নিজেদেরকে বিশেষ এবং অতি শক্তিশালী সেনা হিসেবে পরিণত করতে পারে। যাতে করে তারা শুধু যুদ্ধ লড়ার জন্য সব সময় তৈরি আর সক্ষমই তাকবে না- ওইসব যুদ্ধ জয়ও ছিনিয়ে আনতে পারে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে