সোমবার, ৩১ জুলাই, ২০১৭, ০৯:১৫:৫১

হিন্দু শিক্ষার্থীদের জোর করে নামাজ পড়ানোয় বরখাস্ত ২ শিক্ষক

হিন্দু শিক্ষার্থীদের জোর করে নামাজ পড়ানোয় বরখাস্ত ২ শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দু শিক্ষার্থীদের জোর করে নামাজ পড়ানো এবং ধর্মান্তরিত করার অভি‌যোগ উঠেছে। ঘটনা প্রকাশ্যে আসতেই বরখাস্ত করা হয়েছে দুই শিক্ষককে। আর একজনকে অন্যত্র সরানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের মেওয়াটের। জেলার শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যর প্যানেল ঘটনাটির তদন্ত করছে। এখবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের দাবি, মুসলিম অধ্যুষিত মাধি গ্রামের মেওয়াট মডেল স্কুলে ২০৭ জন শিক্ষার্থী। তার মধ্য তিন জন হিন্দু। মেওয়াট ডেভেলপমেন্ট এজেন্সি স্কুলটি চালায়। কৌশল বশিষ্ঠ ও সাগর ভরদ্বাজ নামে দুই ছাত্রের অভিভাবকরা গত ২২ জুলাই অভি‌যোগ করেন, স্কুলের তিন শিক্ষক জোর করে তাদের সন্তানদের নামাজ পড়তে বাধ্য করেছিলেন। কম্পিউটার শিক্ষক, উর্দু শিক্ষক ও হস্টেলের ওয়ার্ডেন সন্তানদের ধর্ম পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করতেন।

জেলার টিচার ইনচার্জ নবীন শক্তি বলেন  ইসলামি রীতি মেনে দুই হিন্দু শিক্ষার্থীকে নামাজ পড়তে বাধ্য করা হয়েছিল। কম্পিউটার সায়েন্স ও উর্দু শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। হোস্টেল ওয়ার্ডেনকে অন্যত্র সরানো হয়েছে। স্কুলে এখন পাঁচজন শিক্ষক রয়েছেন। ঘটনায় এলাকায় উত্তেজনার পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে