আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে নওয়াজ শরিফের সরে দাঁড়ানোর পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা আরও বেড়েছে।
আর তার প্রভাব পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতেও পড়তে চলেছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শরিফের বিদায়ের ফলে পাকিস্তানে মাথাচাড়া দেবে সামরিক বাহিনীর শক্তি। পাশাপাশি তাদের সাহায্যে সন্ত্রাসবাদও শক্তিশালী হবে। ফলে বিপদ বাড়বে ভারতের।
খবরে আরও বলা হয়, পাকিস্তানের সামরিক বাহিনী সে দেশের সন্ত্রাসবাদকে মদত জোগায় বলে দীর্ঘদিনের অভিযোগ। ফলে যখনই সামরিক বাহিনীর শক্তি বাড়বে, তখনই জঙ্গিদেরও শক্তিবৃদ্ধি ঘটবে, এ কথাও সকলের জানা। আপাতত শরিফ সরে যাওয়ায় সে দেশের সামরিক বাহিনী ও সন্ত্রাসবাদীদের শক্তিবৃদ্ধি হবে, এ কথা ধরেই নেওয়া যায়।
১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা জি পার্থসারথী বলেছেন, রাজনৈতিক অস্থিরতার ফলে পাকিস্তানের সামরিক শক্তি লাভবান হয়েছে। ফলে তাদের মদতে সন্ত্রাসবাদীরাও শক্তিশালী হয়ে উঠতে পারে, যার মূল্য দিতে হবে ভারতকে।-এবেলা
এমটিনিউজ২৪/এম.জে