সোমবার, ১৪ আগস্ট, ২০১৭, ০১:২১:২০

ট্রাম্পের ঘুম উড়িয়ে মিসাইল কর্মসূচিতে জোর ইরানের

ট্রাম্পের ঘুম উড়িয়ে মিসাইল কর্মসূচিতে জোর ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:  রাম্পের ঘুম উড়িয়ে দিলেন রুহানি৷ তাঁর সরকার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে৷ আমেরিকা নিপাত যাক- বলে বিলে সমর্থন করেছেন ইরানি পার্লামেন্টের সদস্যরা৷

বিবিসি জানাচ্ছে, সামরিক তৎপরতা বাড়াতে ৫০ কোটি ডলারের একটি বিলে একচেটিয়া সমর্থন করেছেন ইরানি পার্লামেন্টের সদস্যরা৷ পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে তেহরান-ওয়াশিংটন সম্পর্ক আরও তলানিতে ঠেকবে বলেই মনে করা হচ্ছে৷

ইরানের জাতীয় আইনসভা মজলিস স্পিকার আলি লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার ” তৎপরতা এবং অ্যাডভেঞ্চারের জবাব দিতে এই পদক্ষেপ। এর পরিণতি ঘিরে আলোড়িত দুনিয়া৷ কারণ মিসাইল পরীক্ষা ও পরমাণু কর্মসূচিতে ইরানের অবস্থানের ঘোর বিরোধী আমেরিকা৷

তাতে তোয়াক্কা না করেই উত্তর কোরিয়ার স্টাইলে এবার ইরান সরকার ক্ষেপণাস্ত্র সম্প্রসারণে জোর দিতে চলল৷ গত জানুয়ারিতে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আমেরিকা জুলাই মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা বসায়।

পারমানবিক অস্ত্র কর্মসূচি বন্ধের শর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে ২০১৫ সালে বিশ্বের ছটি দেশের সাথে ইরান একটি মীমাংসা চুক্তি করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির ঘোর বিরোধী।-কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে