শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ০৮:২৩:৩৫

গুগল বন্ধ করে দিয়েছে যেসব ইউটিউব চ্যানেল

গুগল বন্ধ করে দিয়েছে যেসব ইউটিউব চ্যানেল

আন্তর্জাতিক ডেস্ক :  চীন ও রাশিয়ার মদদপুষ্ট প্রায় ১১ হাজার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে গুগল। বিভ্রান্তিমূলক প্রচার চালানোর অভিযোগে কেবল ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকেই জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির এতগুলো চ্যানেল বন্ধ করে দেয়া হলো।

সিএনবিসির সাম্প্রতিক রিপোর্ট ও গুগলের অফিসিয়াল ব্লগে জানানো হয়েছে, বন্ধ করে দেয়া চ্যানেলের মধ্যে চীনেরই ৭ হাজার ৭০০টি এবং রাশিয়ার মদদপুষ্ট ২ হাজার ২০০টি।

বিশ্বের সব ইউটিউব চ্যানেলের ওপর নজরদারি চালায় গুগলের ‘থ্রেট অ্যানালাইসিস গ্রুপ’। এর আগে কেবল মে মাসেই গুগল ২০টি ইউটিউব, ৪টি বিজ্ঞাপনী অ্যাকাউন্ট ও ১টি ব্লগ বন্ধ করে দিয়েছিল।

প্রতিবেদনে জানা যায়, চ্যানেলগুলো মূলত চীনা ও ইংরেজি ভাষায় শি জিনপিংয়ের প্রশস্তি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নিন্দা করত। অন্যদিকে রাশিয়ার চ্যানেলগুলোর কাজ ছিল ইউক্রেন, ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সমালোচনায় রাশিয়ার হয়ে সাফাই দেয়া। পাশাপাশি মস্কো প্রশাসনের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর হয়েও কথা বলত এসব চ্যানেল।

বাকি চ্যানেলগুলোর বিরুদ্ধে ইরান, আজারবাইজান, তুরস্ক, ইসরাইল, রোমানিয়া ও ঘানার প্রশাসনের হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এবং ধর্মীয় ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে।

গুগল বলছে, চ্যানেলগুলোর কাজ ছিল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো। এ কারণেই এগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে