মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ০৮:২০:৪৭

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলার ছক চুড়ান্ত উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলার ছক চুড়ান্ত উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার ছক কষছে উত্তর কোরিয়া। মঙ্গলবার সেনা কর্তাদের সঙ্গে হামলার কৌশল চুড়ান্ত করছেন কিম জং উন—এমন ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে ব্যাটন হাতে নিয়ে মানচিত্রে একটি জায়গার নির্দেশ করছেন।

সেই মানচিত্রে লেখা ‘‌কৌশলগত সেনার ক্ষেপণাস্ত্র হামলার ছক’‌। উত্তর কোরিয়ার পূর্বপ্রান্ত থেকে জাপানের উপর দিয়ে গুয়ামে পড়ছে সে ক্ষেপণাস্ত্র। গত সপ্তাহে এমনই এক পরিকল্পনার কথা জানিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জায়গা হিসেবে যা দেখানো হয়েছে তা পূর্বপ্রান্তের উপকূল শহর সিনপো বলে মনে করা হচ্ছে। কিম বলেছিলেন, আমেরিকার গুয়ামে উত্তর কোরিয়ার হামলার ছবি অবশ্যই দেখা যাবে টিভিতে। উত্তর কোরিয়ার এ কথা বলার সাহস রয়েছে, আমেরিকা যদি আমাদের থামাতে চায় তবে আমরা তাদের দেখে নেব।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে