আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতা দিবসের রাতেই আবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান, অভিযোগ ভারতের। মঙ্গলবার রাতে বারমুল্লা জেলার উরি সেক্টরে এই হামলা চালায় পাকিস্তান।
দুই পক্ষেই চলছে তীব্র গুলির লড়াই। পাকিস্তানের আক্রমণের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এই ঘটনায় এক স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতে ৭১তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় এহেন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। তার মধ্যেও এহেন ঘটনায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
এমটিনিউজ/এসবি