বুধবার, ১৬ আগস্ট, ২০১৭, ০৯:৫৬:৫২

এই অতিথির ছবি এখন ভাইরাল! কেন জানেন?

এই অতিথির ছবি এখন ভাইরাল! কেন জানেন?

আন্তর্জাতিক ডেস্ক: টোকিওর ইউনো চিড়িয়াখানার নতুন অতিথির ভিডিও প্রকাশ৷  এই অতিথির ছবি এখন ভাইরাল! কেন জানেন? পাঁচ বছরের মধ্যে চিড়িয়াখানাটিতে এই প্রথম কোন পাণ্ডা জন্ম নিয়েছে৷

দুই মাস বয়সী পাণ্ডাটি ভালভাবেই বেড়ে উঠছে৷ ভিডিও ফুটেজে পাণ্ডাটিকে তার মা শিন শিনের সঙ্গে খেলা করতে দেখা গিয়েছে৷  চিড়িয়াখানার পরিচালক ইয়ুতাকা ফুকুদা বলেন, ‘শিশু পাণ্ডাটির শরীরে পশম বাড়ছে৷ ফলে এটি তাকে বেড়ে উঠতে সহযোগিতা করছে৷’

জাপানে জুন মাসে পাণ্ডাটির জন্ম নেয়ার পর মিডিয়া ও জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়৷ --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে