বুধবার, ১৬ আগস্ট, ২০১৭, ১০:০০:৪৯

এই প্রথম মহিলাদের হাতে নিয়ন্ত্রিত হবে যুদ্ধ বিমান

এই প্রথম মহিলাদের হাতে নিয়ন্ত্রিত হবে যুদ্ধ বিমান

আন্তর্জাতিক ডেস্ক: এই প্রথম মহিলাদের হাতে নিয়ন্ত্রিত হবে যুদ্ধ বিমান। রাশিয়ার আধুনিক ইতিহাসে এই বছর প্রথম পাইলট প্রশিক্ষণের জন্য ক্রাসনোদর এভিয়েশন স্কুলে মেয়েদের ভর্তি করানো হবে প্রস্তুতি শুরু করল পুতিন প্রশাসন৷

রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সুইগো বলেন, ‘‘যে মহিলারা পাইলট হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে আগ্রহী তাঁদের এই সুবিধা দেওয়া হবে৷ এর জন্য আমরা কয়েক হাজার আবেদন পেয়েছি৷ এদের মধ্যে প্রথমিক বাছাই শেষে প্রথম ক্রাসনোদর এভিয়েশন স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’’

তিনি জানান, এই কাজের জন্য খুব কম সংখ্যা যোগ্য প্রশিক্ষণার্থী পাওয়া গিয়েছে৷ কারণ, তাঁদের বেশ কিছু কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে৷ পরীক্ষা শেষে মাত্র ১৫ জন উত্তীর্ণ হতে পেরেছেন৷ তাদের নিয়েই আগামী পয়লা অক্টোবর থেকে প্রশিক্ষণের কাজ শুরু হচ্ছে৷

এছাড়া রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেস আরও যেসব আবেদন পেয়েছে, সেগুলি বিবেচনা করা হচ্ছে বলেও তিনি জানান৷ ক্রাসনোদর এভিয়েশন স্কুলে ২০০৯ সালে নারী ক্যাডেটদের ভর্তি করা হলেও পাইলট হিসেবে প্রশিক্ষণের জন্যে কখনও নেয়া হয়নি৷  --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে