বুধবার, ১৬ আগস্ট, ২০১৭, ০৮:১৮:৫৩

যে কারণে ৯৫ হাজার হজযাত্রীকে ফিরিয়ে দিল সৌদি

যে কারণে ৯৫ হাজার হজযাত্রীকে ফিরিয়ে দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: হজ পালনের অনুমতি সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় এ পর্যন্ত ৯৫ হাজারের মতো হজযাত্রীকে ফিরিয়ে দিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

চলতি মৌসুমে হজ পালনের উদ্দেশে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদিতে পৌঁছাতে শুরু করেছেন।  কিন্তু বৈধ অনুমতিপত্র না থাকায় সৌদি আরবে পৌঁছানোর পরও অনেক হজযাত্রীকে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হচ্ছে।  মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

হজ সিকিউরিটি ফোর্সের কমান্ডার জেনারেল খালিদ আর হারবি জানিয়েছেন, গত ২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থান থেকে হজ পালনের উদ্দেশে মক্কায় প্রবেশের চেষ্টা করেছেন প্রায় ২৭ লাখ মুসলিম।

এঁদের মধ্যে ৯৫ হাজার ৪০০ জনের কাছে হজ পালনের বৈধ অনুমতিপত্র না থাকায় তাঁদের মক্কার চেক পয়েন্ট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে।  এঁদের অধিকাংশই আরব বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।

খালিদ আর হারবি আরো জানান, হজের পরিবেশ ও হজের নিয়মনীতি নষ্ট করবে এমন কাউকে মক্কায় ঢোকার অনুমতি দেওয়া হবে না।  এ ছাড়া কেউ হজের অনুমতিপত্র না নিয়ে মক্কায় প্রবেশ করলে তাদের ফিরিয়ে দেওয়া হবে।  মক্কায় কোনোভাবেই অনধিকার প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এ ছাড়া মক্কায় প্রবেশ করার পরেও কেউ নিয়মকানুন বা আইনশৃঙ্খলা ভঙ্গ করছে কি না সে বিষয়ে নজর রাখবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  যাঁরা হজের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন, তাঁদের অবশ্যই বৈধ কাগজপত্র বহন করতে এবং নিয়মশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন খালিদ আর হারবি।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে