বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ১১:৪২:০৯

চারিদিক বন্যায় প্লাবিত, তারই মাঝে নৌকায় শিশুর জন্ম! ঘটনায় চাঞ্চল্য

চারিদিক বন্যায় প্লাবিত, তারই মাঝে নৌকায় শিশুর জন্ম! ঘটনায় চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক:  বিহারের মধুবনী জেলা বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। তারই মাঝে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে প্রেরিত উদ্ধারকারী দলের নৌকায় জন্ম হল এক শিশুর। সাহায্যকারী দল গর্ভবতী মহিলার ডেলিভারিতে সাহায্য করে নজির গড়লেন।

গর্ভবতী মহিলাকে মধুবনী জেলার বেনাপট্টি ব্লক থেকে উদ্ধার করা হয়। নৌকায় তোলা হলে সেখানেই সন্তান প্রসব করেন তিনি। এনডিআরএফ-এর তরফে নবম ব্যাটেলিয়নের কম্যান্ডান্ট বিজয় সিনহা একথা জানিয়েছেন।

এনডিআরএফের তরফে বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধারকার্যের জন্য যাওয়া হয়েছিল। তাঁদের সঙ্গে নার্স ও মেডিক্যাল স্টাফও ছিলেন। তাঁরাই গর্ভবতী মহিলাকে সন্তান প্রসবে সাহায্য করেন।

এবারই প্রথম নয়, এর আগেও এনডিআরএফের তরফে গতবছরে চারজন গর্ভবতী মহিলাকে সন্তান প্রসবে সাহায্য করা হয়েছিল। আর এবার মোট ৬জন গর্ভবতী মহিলাকে মুজফফরপুর, পুর্নিয়া, কাটিহার জেলার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। --ওয়ান ইন্ডিয়া

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে