আন্তর্জাতিক ডেস্ক: টানা পাঁচদিন ধরে বাড়ি, ঘর ছেড়ে পরিবার নিয়ে কেউ বা স্কুলে কেউ বা উঁচু রাস্তার উপরে পড়ে রয়েছেন। খোলা আকাশের নীচে পড়ে থাকলেও কপালে জোটেনি ত্রিপল।
ফলে রোদ, বৃষ্টি মাথায় নিয়েই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় রয়েছেন দুর্গতরা। অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় জল, মাথা গোঁজার ত্রিপল, কোনও কিছুই পাচ্ছেন না বন্যা দুর্গতরা।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পাঁচদিন ধরে ত্রাণ না পেয়ে শেষ পর্যন্ত ত্রিপলই লুঠ করে নিলেন বন্যা দুর্গতরা। ঘটনাটি ঘটেছে ভারতের বালুরঘাটের চকভৃগু এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে বুধবার বালুরঘাট থেকে ট্র্যাক্টরে করে ত্রাণের কয়েকশো ত্রিপল জলঘর এলাকায় পাঠানো হচ্ছিল।
চকভৃগু কালীবাড়ি এলাকায় ট্র্যাক্টরটি পৌঁছতেই দুর্গত মানুষজন ট্র্যাক্টরের ট্রলিতে উঠে সবগুলি ত্রিপল লুঠ করে নিয়ে চলে যান। ট্রাক্টরের চালক ও সেগুলির দায়িত্বে থাকা কর্মীরা বাধা দিয়েও ত্রিপল লুঠ আটকাতে পারেননি।
যদিও, বন্যা পরিস্থিতির পর্যালোচনা ও ত্রাণ বিতরণ খতিয়ে দেখতে এসে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘কোন অভাব নেই, দুর্গত পরিবারগুলির জন্য জেলায় পর্যাপ্ত ত্রিপল রয়েছে। বাইরে থেকে আরও প্রচুর আনা হচ্ছে’। মন্ত্রীর বক্তব্যের সঙ্গে অবশ্য বাস্তব পরিস্থিতি মিলছে না। --এবেলা
এমটিনিউজ২৪/এম.জে