বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ০৯:৪০:৫০

রাস্তায় নমাজ বন্ধ করতে পারছি না, থানায় জন্মাষ্টমী বন্ধ করি কী করে? বললেন ‌যোগী

রাস্তায় নমাজ বন্ধ করতে পারছি না, থানায় জন্মাষ্টমী বন্ধ করি কী করে? বললেন ‌যোগী

আন্তর্জাতিক ডেস্ক: থানায় জন্মাষ্টমী পালন নিয়ে জবর ‌যুক্তি দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ‌যোগী আদিত্যনাথ। বললেন, '‌যদি ইদের দিন রাজপথে নমাজ বন্ধ করতে পারি তাহলে থানায় জন্মাষ্টমী পালন বন্ধ করার কোনও অধিকার আমার নেই।'

লখনউয়ে এক অনুষ্ঠানে ‌যোগী আদিত্যনাথ বলেন, শ্রাবণ মাসে শিবভক্তদের মিছিলে লাউড স্পিকার বাজানো নিষিদ্ধ করেছিল প্রশাসন। আমি সেই প্রশাসনিক কর্তাদের বলেছি, বন্ধ করলে সমস্ত ধর্মস্থানে লাউড স্পিকার বাজানো বন্ধ করতে হবে। তা নিশ্চিত করতে না পারলে শিবভক্তদেরও লাউড স্পিকার বাজাতে দিতে হবে।' ‌যোগীর কথায়, 'ওরা শেষ‌যাত্রায় ‌যাচ্ছে না শিবের মাথায় জল ঢালতে? ‌যে নিঃশব্দে ‌যেতে হবে? শিবের মাথায় জল ঢালতে ‌যাওয়ার সময় মানুষ নাচবে না, ডমরু - চিমটা বাজাবে না তা আবার হয় না কি?'

‌যোগীর আশ্বাস, আইন মেনে প্রত্যেকের ধর্মাচরণ পালনের অধিকার রয়েছে এদেশে। আপনি বড়দিন পালন করুন, নমাজ পড়ুন কেউ আমাদের রুখবে না। কিন্তু আইন ভাঙলে ছাড়‌া হবে না কাউকে।-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে