মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০১:২৫:০৯

এক সন্তান নীতি বাতিল হচ্ছে না চীনে

এক সন্তান নীতি বাতিল হচ্ছে না চীনে

আন্তর্জতিক ডেস্ক : পৃথিবীর একটি জনবহুল দেশ হল চীন। দিন দিন চীনে জনসংখ্যা বৃদ্বি পাচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রন করার জন্য ১৯৭৯ সালে চীন তার এক বিলিয়ন মানুষকে জানিয়েছিল, তারা যদি দুটি করে সন্তান নিতে থাকে তাহলে ভবিষৎয়ে তাদের জনসংখ্যা এক বিশাল বোঝা হয়ে যাবে এবং এই জনসংখ্যা এক সময় ১.৮ বিলিয়নে পৌঁছবে। আর জনসংখ্য বৃদ্বি এই সমস্যাটি শুধু চীনের জন্যই নয় এটা সমগ্র পৃথিবীর জন্যই ছিলো এক বিশাল বিপদ। সেই জন্য এই বিপদ থেকে মুক্তি পেতে চীন এক পরিবার এক সন্তান নীতি গ্রহণ করে। চীনের জাতীয় পরিবার পরিকল্পনা কমিটি সরকারের সে সময় এই নীতির যৌক্তিকতা তুলে ধরে জানায়, কঠোর আইন বাস্তবায়নের মাধ্যমেই চীনের এই বিশাল জনসংখ্যাকে সীমাবদ্ধ রাখা সম্ভব। তবে এখন চীনের দম্পত্তিদের জন্য সুখবার জানিয়েছে দেশটির সরকার। আগামী বছরের মার্চ মাস থেকে চীনরে এক পরিবার এক সন্তান নীতি আইন পরিবর্তন করা হবে এবং দেশটির সব দম্পতি দুটি সন্তান নিতে পারবেন বলে জানিয়েছে চীনা সরকার। এক পরিবার এক সন্তান নীতির ফলে চীনে তরুণদের তুলনায় প্রবীণদের সংখ্যা বাড়ছে, যার কারনে কর্ম ক্ষমতার অভাব স্পট হতে চলেছে। তাই চীন সরকার এই আইনটি পরিবর্তনের সিধান্ত নিয়েছেন। ধারণা করা হয়, চীনের এক সন্তান নীতির কারণে দেশটিতে অন্তত ৪০ কোটি জন্ম নিরোধ করা গেছে। ৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে