অস্ট্রেলিয়ায় নাইট ও ডেমহুড উপাধি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
আন্তর্জতিক ডেস্ক : ব্রিটিশ সাশনের আধিপত্য থেকে অনেক আগেই স্বধীন হয়েছে অস্ট্রেলিয়া। তবুও ব্রিটিশদের রেখে যাওয়া কিছু সাম্মানিক উপাধির প্রচলন ছিল দেশটিতে। কিন্তু এইবার ব্রিটিশদের প্রচলিত সাম্মানিক উপাধিকে বিদায় দিতে চলেছে অস্ট্রেলিয়া । সম্প্রতি অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, নাগরিকদের সম্মানে ‘নাইট’ এবং ‘ডেম’ উপাধি প্রদান বন্ধ করা হবে। কমনওয়েলথভুক্ত অস্ট্রেলীয় ক্যাবিনেটের এই প্রস্তাবে সোমবার সায় দিয়েছেন এর শীর্ষ নেত্রী ব্রিটেনের রানি ভিক্টোরিয়া।
তা হঠাৎ করে এ উপাধি বন্দের সিদ্ধান্ত কেন?
জানা যায়, প্রধানমন্ত্রীর ‘আধুনিক অস্ট্রেলিয়ায়’ এ ধরনের উপাধি প্রদান যুক্তিগ্রাহ্য নয়। টার্নবুল বরাবরই দেশে ব্রিটেনের রানির শাসন একেবারে ঝেড়ে ফেলার পক্ষে মতপোষণ করেন। এ নিয়ে ১৯৯৯ সালে প্রচারও চালিয়েছিলেন তিনি। কিন্তু, এখনও অস্ট্রেলিয়া কমনওয়েলথ-এর অধীনে।
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯৭৫ সালে ব্রিটিশদের প্রচলিত উপাধি বাতিল করে অস্ট্রেলিয়া। কিন্তু, ২০১৪-তে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী টোনি অ্যাবট ফের আবার এই উপাধি ফিরিয়ে আনেন। সে সময় ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপকে নাইটহুড দেওয়া হয়েছিল। যা নিয়ে বিতর্কের হয়েছে বিশ্ব জুড়ে। পরবর্তী কালে নিজের ভুল স্বীকার করলেও এর জেরে শেষমেশ পদ খোয়াতে হয়েছিল অ্যাবটকে।
বর্তমান প্রধানমন্ত্রী টার্নবুল মনে করেন, ‘নাইট’ বা ‘ডেম’ নয়, ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’-ই হল দেশের নাগরিককে সম্মান জানানোর সর্বশ্রেষ্ঠ উপাধি। তবে, ক্যাবিনেটের এই সিদ্ধান্তের ফলে দেশের নাইটহুড এবং ডেমহুড অধিকারীদের কোনও তফাত হবে না বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
যদিও সরকারের এই সিদ্ধান্ত খুশি নয় দেশের একাংশ। তাদের মতে, ’৯৯-এর ব্যর্থ জনতন্ত্রের প্রচারকেই ফিরিয়ে আনতে চাইছেন প্রধানমন্ত্রী টার্নবুল।- আনন্দবাজার পত্রিকা
৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/এমইউ