মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭, ০২:৪৪:৫৮

বাবা হওয়ার আনন্দে পরমাণু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ!

 বাবা হওয়ার আনন্দে পরমাণু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তৃতীয় সন্তানের পিতা হয়েছেন। মঙ্গলবার সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

এর আগে কয়েক মাস ধরে কিমের স্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি। বাবা হওয়ার আনন্দেই কী তিনি আজ সকালে পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেন কিনা সে প্রশ্নও জেগেছে।

সংবাদ সংস্থা ইয়ুনহাপ দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ফাষ্ট লেডী রাই সোল জু গত ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের জন্ম দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের বিষয়টি অবহিত করে।

গত বছর দীর্ঘ সময় ধরে রাই লোকচক্ষুর আড়ালে থাকায় ধারণা করা হয় তিনি গর্ভবতী।
জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই সময়ে নতুন সংবাদটি প্রকাশ পেল।
এর আগের গোয়েন্দা রিপোর্টে বলা হয়, রাই ২০০৯ সালে কিমকে বিয়ে করেন। এর পরের বছর তাদের প্রথম সন্তান জন্ম নেয়। ২০১৩ সালে জন্ম নেয় তাদের তৃতীয় সন্তান।

জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া মঙ্গলবার জাপানের ওপর দিয়ে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তর-পূর্বাংশের হোক্কাইডো প্রদেশের দ্বীপ এলাকা অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে উত্তর কোরিয়া ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর জাপান জরুরি সতর্কতা জারি করলেও ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করার কোনো উদ্যোগ নেয়নি।
শুক্র ও শনিবার কয়েক দফা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উত্তেজনার মধ্যেই পিয়ংইয়ং এ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে ‘নজিরবিহীন হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া চলার মধ্যেই উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তবে ২০০৯ সালের পর এবারই দেশটি জাপানের ওপর দিয়ে এ পরীক্ষা চালালো।

জাপানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে পড়ার আগে প্রায় ১৪ মিনিট জাপানের লোকালয়ের উপরে ছিল।

উত্তর কোরিয়া সুনান থেকে প্রায় ২ হাজার ৭শ’ কিলোমিটার পথ পেরিয়ে সাগরে পড়ার সময় ক্ষেপণাস্ত্রটি তিনটি অংশে ভাগ হয়ে যায়। তার আগেই জাপান সরকারের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে মোবাইল ফোনে বার্তা পাঠানো হয়।

জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়াশিদা সুগা টোকিওতে সাংবাদিকদের বলেন, “এটি নিঃসন্দেহে আমাদের জন্য বড় ধরনের হুমকি। এভাবে আর চুপ থাকা যায় না। আমরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব।”
পিয়ংইয়ং আঞ্চলিক শান্তি নষ্ট করার চেষ্টা করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেন, “আমরা চাই বিশ্বনেতারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে সব ধরনের চাপ অব্যাহত রাখুক।”

এর আগে ১৯৯৮ ও ২০০৯ সালে উত্তর কোরিয়ার ছোঁড়া দুটি রকেট জাপানের আকাশ সীমা অতিক্রম করে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল, সেগুলো কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছিল, অস্ত্র হিসেবে নয়।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার রপ্তানি এবং বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা জোরদারে এ মাসের গোড়ার দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সপ্তম দফার অবরোধ আরোপ করে।

চাপ বাড়াতে সম্মত অ্যাবে ও ট্রাম্প
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে মঙ্গলবার বলেছেন, তিনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আরো চাপ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন। জাপানের ওপর দিয়ে পিয়ংইয়ং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় তারা চাপ বাড়ানোর ব্যাপারে সম্মত হলেন। বিগত কয়েক বছরের মধ্যে এটি ছিল পিয়ংইয়ংয়ের সবচেয়ে মারাত্মক উস্কানিমূলক কর্মকান্ড।

ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিট ধরে টেলিফোনে কথা বলার পর অ্যাবে সাংবাদিকদের বলেন, ‘আমরা অতি দ্রুত জাতিসংঘে জরুরি বৈঠক করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারো চাপ জোরদার করবো।’
তিনি আরো বলেন, ট্রাম্প এ ব্যাপারে জাপানের পাশে থাকার অঙ্গীকার করেছেন।
ট্রাম্পের বরাত দিয়ে অ্যাবে আরো বলেন, ‘তিনি দৃঢ় অঙ্গীকার করে বলেছেন যে যুক্তরাষ্ট্র শতভাগ জাপানের পাশে রয়েছে।’

‘আমরা জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা বাড়াবো। এ ব্যাপারে আমরা চীন, রাশিয়া ও আন্তর্জাতিক গোষ্ঠীকে পাশে নেয়ার চেষ্টা চালাবো এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচির নীতি পরিবর্তনে বাধ্য করতে উত্তর কোরিয়ার ওপর আরো জোরালো চাপ প্রয়োগ করবো।’

গত সপ্তাহে জাপান জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য করা চীন ও নামিবিয়ার বিভিন্ন কোম্পানির সম্পদ জব্দ করার মাধ্যমে পিয়ংইয়ংয়ের ওপর নতুন অবরোধ আরোপ করবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে