বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ০১:১৪:৪৯

কলকাতার বাজার অকেটাই এখন বাংলাদেশের হাতে

কলকাতার বাজার অকেটাই এখন বাংলাদেশের হাতে

অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে : কথায় আছে কলকাতার নিউমার্কেটে কিছু পাওয়া যায় না এমন কিছুই নেই। এখন বাংলাদেশের ঢাকা নিউমার্কেটেও হয়তো শোনা যাবে এইরকম কথা। কারন কলকাতার বাজার এখন অনেকটাই বাংলাদেশের হাতে। বাংলাদেশের ব্যবসায়ীরা কলকাতায় এসে এখানকার দ্রব্য নিয়ে গিয়ে ব্যবসা করছেন ঢাকায়। বেশিরভাগ ব্যবসায়ীরাই।

বিশেষ করে চকলেট। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক ব্যবসায়ী বলছিলেন, কলকাতার চকলেট এখন ঢাকায় খুবই জনপ্রিয় এবং বাংলাদেশে সেই চকলেটের দামও অনেকটাই বেশি। একটি ৫ রুপির চ‌্যুইনগাম কলকাতা থেকে কিনে নিয়ে গিয়ে বাংলাদেশে সেই ব্যবসায়ীরাই বিক্রি করছেন ২০ টাকা দামে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ রুপির মত। এবং একটি ৭৫ রুপি চকলেটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ টাকা। লাভ অনেকটাই বেশি।

বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে অনেকেই আছেন যাঁরা কলকাতায় এসে জামা-কাপড়ের সঙ্গে চকলেট কিনে নিয়ে যান। তাঁদের বক্তব্য, কলকাতায় প্রত্যেক সপ্তাহে একবার কলকাতা এলেও তাঁরা চকলেট নিয়ে যান। বাড়ির জন্যও, এবং ব্যবসার জন্যও। আরও নানা ধরনের জিনিস আছে যেমন নানা ধরনের বাসন পত্র। নিউমার্কেট ছাড়াও কলকাতার বড়বাজার এলাকাটাও একটা বিশাল বাজার। সেখানে সারা কলকাতার মধ্যে সমস্ত জিনিসের দাম অনেকটাই কম।

কারন এটি ভারতবর্ষের সবথেকে বড় পাইকারি বাজার। সারা ভারতের মানুষ এখান থেকে ব্যবসার জিনিস পত্র নিয়ে গেলেও বাংলাদেশিদের সংখ্যাও নেহাতই কম নয়।

বাংলাদেশে অনলাইন শপিং এখনও সেভাবে চালু না হওয়ায় অনেকেই কলকাতা থেকে অনলাইন শপিং করেও বাংলাদেশে নিয়ে যাচ্ছেন ব্যবসা করার জন্য। তাই বলাই যায় কলকাতার বাজারের অনেকাংশই এখন বাংলাদেশের হাতে।-আমাদের সময়.কম
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে