শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫১:১৬

জাপানকে ধ্বংস করে দেওয়া হবে : উত্তর কোরিয়া

জাপানকে ধ্বংস করে দেওয়া হবে : উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার পক্ষ নিলে জাপানকে ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরেই মারাত্মক এই হুমকি দিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, জাপানের নিজের ধ্বংস আসন্ন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে নিন্দা জানিয়ে বলেছেন, এই ঘটনা নজিরবিহীন, মারাত্মক এবং ভয়াবহ হুমকি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়ানোরও আহ্বান জানান।

কেসিএনএ-তে প্রকাশিত ওই খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপের জন্য জাপান এখন তার প্রভুর সঙ্গে গোপন পরিকল্পনায় যুক্ত হয়েছে। জাপান যদি সচেতন না হয় তাহলে তার বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে। এবং তার ধ্বংস আসন্ন।

প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, আমেরিকা ও জাপানের মধ্যে সামরিক সম্পর্ক কোরিয় উপদ্বীপের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। জাপানের উত্তরাঞ্চলে ও টোকিওতে যে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তাতে তাদের ধ্বংস দ্রুততর হবে। -কলকাতা ২৪
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে