রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:২৪:২৮

ভারতে দুর্গা পুজোর প্যান্ডেল বন্ধ রেখে ঈদের নামাজ

ভারতে দুর্গা পুজোর প্যান্ডেল বন্ধ রেখে ঈদের নামাজ

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করল উত্তর ২৪ পরগণার গোবরডাঙা৷ খুশির ঈদ এখানে হল আরও খুশিতে৷ মুসলিমদের খুশির উত্সবে সামিল হলেন হিন্দুরাও৷ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃশ্য দেখল গোবরডাঙা৷

গোবরডাঙা গড়পাড়া মসজিদের সামনে শনিবার সকাল থেকেই ছিল মুসলিমদের জমায়েত৷ খুশির ঈদে যোগ দিতে এসেছিলেন সবাই৷ সকাল থেকেই ছিল বেশ সাজো সাজো রব৷ এই এলাকার বিশেষত্ব হল একদিকে মসজিদ আর অন্য দিকে দুর্গা পুজোর প্যান্ডেল।

পুজোর এখনও সপ্তাহখানেক বাকি৷ কিন্তু ঈদ শনিবার৷ তাই পুজোর মন্ডপের কাজ বন্ধ রেখে ঈদের জন্য ময়দান ছেড়ে দিল এলাকার হিন্দুরা৷ নামাজের জন্য তারা ছেড়ে দিল পুজা মন্ডপের প্রাঙ্গণ৷ শুধু পুজো প্রাঙ্গণ ছেড়ে দেওয়াই নয়, মসজিদ এবং নামাজের জায়গা সাজাবার জন্য পুজো কমিটির পক্ষ থেকে টাকা দিয়ে জায়গাটি নিজেরাই সাজিয়ে তোলে তারা৷ ঈদের দিনে গোবরডাঙা তখন “একই বৃন্তে দুটি কুসুম”৷ হিন্দু-মুসলিম সকলে মিলেমিশে একাকার৷ ঈদের দিনে এরকমই সাহায্য ও সহযোগিতা দেখে বেশ খুশি এলাকার মুসলিমরা৷

দিন কয়েক আগে গোষ্ঠীসংঘর্ষের জেরে উত্তাল হয়েছিল বাদুড়িয়া৷ ঘরছাড়া হয়েছিলেন বহু মানুষ৷ সংঘর্ষের আঁচ এসে পৌঁছেছিল গোবরডাঙাতেও৷ কিন্তু মাস দুয়েক আগের সেই দুঃস্বপ্ন হানা দিতে পারেনি ঈদের দিন৷ সাম্প্রদায়িক সম্প্রীতির সুর এদিন বেঁধে রেখেছিল এলাকার মানুষকে৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে