রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৫৭:২৩

নতুন ৯ মুখ নিয়ে ভারতের মন্ত্রিসভায় মোদির বড় চমক

নতুন ৯ মুখ নিয়ে ভারতের মন্ত্রিসভায় মোদির বড় চমক

অভিষেক মহান্ত, দিল্লী প্রতিনিধি : ফের একবার সাহস দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনলেন বড় চমক। সেই সাথে ইতিহাস গড়লেন মোদী। পররাষ্ট্র ও প্রতিরক্ষা দফতরের দায়িত্ব মোদি তুলে দিলেন দুই মহিলার হাতে। পররাষ্ট্র সামলাচ্ছেন সুষমা স্বরাজ।

আর আজ মোদি মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন আনেন। সবাইকে চমকে দিলেন নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম ঘোষণা করে। তিনি নির্মলা সীতারমণ।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁন্ধী প্রতিরক্ষা দফতর সামলেছিলেন। সেটা ছিল অতিরিক্ত দায়িত্ব। কিন্তু এবার মোদি স্বাধীনভাবে নির্মলা সীতারমণের হাতে তুলে দিলেন প্রতিরক্ষা বিভাগ। ১৯৮০ এবং ১৯৮২ সালে ইন্দিরা গাঁন্ধী প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব সামলেছিলেন।

সেদিক থেকে বিচার করলে, নির্মলা সীতারমণকে স্বাধীন ভাবে প্রতিরক্ষা দফতরের দায়িত্ব তুলে দিয়েছেন মোদি। উমা ভারতী এবার থেকে পানীয় জল ও স্বাস্থ্যব্যবস্থার দায়িত্বে। ধর্মেন্দ্র প্রধান হলেন নতুন উন্নয়ন মন্ত্রী।

একের পরে এক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সুরেশ প্রভুর জমানায়। তার দায় নিয়ে রেলমন্ত্রনালয় ছাড়লেন সুরেশ প্রভু। ভারতে নতুন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সুরেশ প্রভু হলেন বাণিজ্য মন্ত্রী। স্মৃতি ইরানি পেলেন তথ্য ও সম্প্রচার দফতর।

মন্ত্রী হলেন উত্তরপ্রদেশের রাজ্যসভা সাংসদ শিবপ্রতাপ শুক্ল, বিহারের বক্সারের সাংসদ অশ্বিনী কুমার চৌবে, মধ্যপ্রদেশের টিকমগাহর সাংসদ বীরেন্দ্র কুমার, কর্নাটকের সাংসদ অনন্ত কুমার হেগড়ে, বিহারের আরার সাংসদ রাজকুমার সিং, সাবেক আইএফএস কর্মকর্তা হরদীপ সিং পুরী, রাজস্থানের যোধপুরের সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত, উত্তরপ্রদেশের বাগপতের সাংসদ সত্যপাল সিং, কেরালার সাবেক আইএএস কর্মকর্তা কেজে অ্যালফান্সো কান্ননথানম।

নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মন্ত্রিত্ব নিয়ে অখুশি জেডিইউ। মন্ত্রিসভায় না করে দেয় তারা। শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল না শিবসেনাও।

২০১৪ সালে নরেন্দ্র মোদি দেশটির প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার মন্ত্রিসভার রদবদল করলেন। ২০১৯ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের আগে ঘর গুছিয়ে নিলেন মোদি। সেই জন্য তিনি নিজেই ৯ জনকে নতুন মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।

মন্ত্রিসভায় রদবদলের আগেই রাজীব প্রতাপ রুডি, কলরাজ মিশ্র সহ ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। ৭৫ বছর বয়সি কাউকে মন্ত্রিসভায় রাখা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী পদত্যাগ করেছেন কলরাজ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে