রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৪৭:৩৭

ভিআইপি রাম রহিমকে নতুন করে 'সাজা' দিলো ভারত সরকার

ভিআইপি রাম রহিমকে নতুন করে 'সাজা' দিলো ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক : জোড়া সম্ভ্রমহানীর মামলায় দশ বছর করে ২০ বছরের জন্য জেলে গিয়েছে হরিয়ানা ভন্ডগুরু গুরমীত রাম রহিম। আর তার পরে ভন্ডবাবাকে আর ভিআইপি মনে করছে না ভারত সরকার।

এত কাল ধরে বিরল 'ভিআইপি' সুযোগ সুবিধা পেয়ে এসেছে গুরমিত রাম রহিম সিং। এ বার সেই তকমা হারাল এই ভন্ডবাবা। দোষী সাব্যস্ত হওয়ায় নতুন করে কেন্দ্রীয় সরকারের তরফে এই সাজা পেলেন বাবাজী।

এতদিন ভারতের সব বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করত ডেরা প্রধান। রাম রহিমের জেল হওয়ার পরে সেই সুযোগ বন্ধ করে দিয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণ অধিদপ্তর। সব বিমানবন্দরেই এই নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এর পাশাপাশি রাম রহিম যে জেড-ক্যাটাগরির নিরাপত্তা সুবিধা ভোগ করতো সে সুবিধাও তুলে নিয়েছে ভারত সরকার। তবে যে ২০ বছরের জন্য জেলে রয়েছে, তার এমনিতেই ভিআইপি সুযোগ পাওয়ার সুযোগ নেই।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে