মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৪০:১১

সেই রাম রহিম এখন কারাগারের মালি, মজুরি ৪০ টাকা

সেই রাম রহিম এখন কারাগারের মালি, মজুরি ৪০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক: বিপুল সম্পদের মালিক ছিলেন ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম। কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় আদালতের রায়ে আজ তিনি জেলের কয়েদি। ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে এরই মধ্যে কাজও মিলেছে রাম রহিমের। কারা কর্তৃপক্ষ তাকে মালির কাজ দিয়েছে। তার কয়েদি নাম্বার ৮৬৪৭। দৈনিক ৪০ টাকা মজুরিতে বাগানে কাজ করছেন সেই রাম রহিম।

রোহতকের সুনেইরিয়া জেলে বন্দি রাম রহিম। ডেরার দুই সাধ্বীকে ধর্ষণের মামলায় ২৫ আগস্ট দোষী সাব্যস্ত করা হয় তাকে। ২৮ আগস্ট সাজা ঘোষণা করেন বিচারক।

অভিযোগ উঠেছিল, জেলের মধ্যেও ভিআইপি সুবিধা পাচ্ছেন রাম রহিম। যদিও জেলের তরফ থেকে তা খারিজ করে দেয়া হয়।

কোটিপতি 'বাবা' রহিম এখন জেলের আর পাঁচটা কয়েদির মতোই। জেলের অন্য কয়েদিদের যেমন কাজ করতে দেয়া হয়, তাকেও তেমনই কাজ করতে দেয়া হচ্ছে।

জেল সূত্রে খবর, প্রথমে অবশ্য কোনো কাজ করতে রাজি ছিলেন না রাম রহিম। জেল আধিকারিকদের 'বোঝানোর' পর কিছু কাজ করতে রাজি হন তিনি। জেলের কারখানায় অথবা বাগানে কাজের মধ্যে সে দ্বিতীয়টাই বেছে নেয়।

১৫ বছর আগে দু্ই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ভারতের ধর্ষক ধর্মগুরু গুরু গুরমিত রাম রহিম সিংকে গেল সোমবার ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেয় ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে হরিয়ানার রোহতক কারাগারে নেয়া হয়। বর্তমানে সেখানেই কারাবন্দি জীবন কাটছে বিতর্কিত এই ধর্মগুরুর।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে