আন্তর্জাতিক ডেস্ক : গুরমিত রাম রহিম সিং সম্ভ্রমহানী মামলায় জেলবন্দি হওয়ার পর থেকে পলাকত তার দত্তক নেওয়া মেয়ে হানিপ্রীত সিং। তবে তিনি খবরে রয়েছেন নিঃসন্দেহে। কখনও তার সঙ্গে রাম রহিমের কেচ্ছা নিয়ে খবর রটছে, তো কখনও শোনা যাচ্ছে তিনিই পরবর্তী ডেরা প্রধান হতে চলেছেন।
তবে এবার শোনা গিয়েছে, তিনি নাকি আসলে সিবিআই এজেন্ট। এবং রাম রহিমের সাজার পিছনে যে প্রমাণগুলি পাওয়া গিয়েছে তা হানিপ্রীতই সিবিআইকে জুগিয়েছেন বলে খবর ভাইরাল হয়েছে।
বলা হচ্ছে, হানিপ্রীত সিং আসলে একজন সিবিআই এজেন্ট। এবং গোটা ঘটনার পিছনে তিনিই রয়েছেন। যত ধরনের প্রমাণ রাম রহিমের বিরুদ্ধে জোগাড় করা সম্ভব, তা এই ভন্ডবাবার সঙ্গে থেকে হানিপ্রীতই জোগাড় করেছেন বলে খবর রটেছে। যদিও হরিয়ানা পুলিশ হানিপ্রীতের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে। তার খোঁজ চলছে।
ঘটনা হল, কেন এমন করবেন হানিপ্রীত। তিনি তো বাবা রাম রহিমের সবচেয়ে কাছের লোক ছিলেন। বলা হচ্ছে, ভন্ড বাবার হাতে সম্ভ্রম হারানোর পরই হানিপ্রীত সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে এজেন্ট হয়ে যান। সিবিআই অফিসাররা বরাবর হানিপ্রীতের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
যদিও সিবিআইয়ের তরফে এমন খবরের প্রেক্ষিতে এখনও মুখ খোলা হয়নি। হানিপ্রীতকে যখন খোঁজার চেষ্টা চলছে তখন তার মধ্যেই এমন খবরে সকলেই বিস্মিত হয়েছেন। তাই ঘটনাটি কতটা সত্য তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এমটিনিউজ/এসএস