শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:২০:৪২

লক্ষ ডলারের ডিনার পার্টি দিয়ে বিতর্কে প্রধানমন্ত্রীর স্ত্রী

লক্ষ ডলারের ডিনার পার্টি দিয়ে বিতর্কে প্রধানমন্ত্রীর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : লক্ষ ডলারের ডিনার পার্টি দিয়ে বিতর্কে প্রধানমন্ত্রীর স্ত্রী। সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে ডিনার পার্টিতে খরচ করার অভিযোগ উঠল ইজরায়েলের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে৷ এই অভিযোগে প্রবল অস্বস্তিতে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ অভিযোগ তাঁর তৃতীয় স্ত্রী সারা সরকারি অর্থের নয়ছয় করেছেন৷

শুক্রবার দেশের অ্যাটর্নি জেনারেল সারাকে দোষী সাব্যস্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রীয় তহবিল থেকে ১ লক্ষ ১২ হাজার ডলার তুলে ব্যক্তিগত ডিনার পার্টিতে খরচ করেছেন সারা৷ সেই খরচ পরে অডিটরদের কাছে গোপন করেছেন।

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের জন্য সারা নেতানিয়াহুকে অভিযুক্ত করেছে ইজরায়েলের আদালত। আরও অভিযোগ, প্রধানমন্ত্রীর স্ত্রী সারা সরকারি কোষাগার থেকে অর্থ নিয়ে নিজের বাড়ির জন্য আসবাবপত্র কিনেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়াও একাধিক আর্থিক দুর্নীতির সঙ্গে তিনি জড়িত৷ -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে