শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৭, ১০:১২:৩২

১৯৭০ সালের পর বিশ্বের ভয়ঙ্করতম ঝড় ইরমা

১৯৭০ সালের পর বিশ্বের ভয়ঙ্করতম ঝড় ইরমা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ভয়ঙ্করতম ঝড় ইরমা! ১৯৭০ সালের পর এই প্রথম এই ধরনের ঝড় দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী এলাকায়। মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের থেকে দেওয়া তথ্য অনুসারে ১৮৫ মাইল গতির কোনো ঝড় এর আগে ২৪ ঘণ্টার বেশি সময় স্থায়ী হয়নি কোথাও। অথচ, গত বুধবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়া এই ঝড় ক্রমশ উত্তর আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূল বরাবর সড়তে শুরু করলেও, তার গতিবেগ এখনো কমেনি। চলছে ধ্বংসলীলাও।

গত সপ্তাহে টেক্সাসে ধ্বংসলীলা চালায় অ্যাটলান্টিক ঝড় হার্ভে। তার পরই পূর্ব-আমেরিকা সংলগ্ন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়ে ইরমা। বর্তমানে ইরমার পাশাপাশি অ্যাটলান্টিক মহাসাগর থেকে আরো দুটি হ্যারিকেনের উত্পত্তি হয়েছে বলে মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইতিমধ্যেই এই ঝড়ের প্রভাবে মৃত্যু হয়েছে ৬০ জনেরও বেশি মানুষের। শনিবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ইরমা আরো দক্ষিণ-পূর্ব দিকে সরে গিয়ে কিউবাতে আছড়ে পড়েছে। সূত্র: ইন্টারনেট
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে