রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩১:৩২

পাকিস্তানি প্রধানমন্ত্রী হিসেবে অনন্য নজির গড়লেন শাহিদ খাকান আব্বাসি

পাকিস্তানি প্রধানমন্ত্রী হিসেবে অনন্য নজির গড়লেন শাহিদ খাকান আব্বাসি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি ফাইটার জেট F-16 চড়লেন। যার ফলে তিনিই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যিনি ফাইটার জেট চড়লেন৷ তার সেই ছবি তিনি সোশ্যাল সাইটে প্রকাশও করেছেন।

নতুন প্রতিষ্ঠিত হওয়া এয়ারপাওয়ার সেন্টার অফ এক্সেলেন্স পরিদর্শনে গিয়েছিলেন শাহিদ খাকান আব্বাসি। এটি পাকিস্তানি এয়ারফোর্সের এয়ারবেস। সেখানে গিয়েই তিনি F-16 ফাইটার জেট চড়েন। এটি একটিমাত্র ইঞ্জিনের সুপারসোনিক মালট্রিরোল ফাইটার জেট। প্রধানমন্ত্রী প্লেনে ওঠার সময় ও তারপরের ছবি সোশ্যাল সাইটে প্রকাশ পেয়েছে। ছবির পাশাপাশি প্রকাশ পেয়েছে ভিডিওও।

আব্বাসিকে পরিদর্শনের কাজে সাহায্য করেন এয়ারচিফ সোহেল আমন। স্যাফরন ব্যান্ডিটের অনুশীলনের সময় পরিদর্শনে যান পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। অক্টোবরে স্যাফরন ব্যান্ডিটের প্রথম মাল্টিন্যাশনাল অনুশীলন হবে। ১৯টি এয়ারফোর্স থেকে কর্মীরা এখানে অংশ নেবেন। স্যাফরন ব্যান্ডিট হল ফাইটার জেট ও গ্রাউন্ড ট্রুপের মিলিত অনুশীলন। আর্মি এভিয়েশন ও আর্মি এয়ারের উপাদান এখানে মজুত থাকবে। ৩ বছরে একবার এই অনুশীলনের বন্দোবস্ত করা হয়৷
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে