রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৪৫:০২

রোহিঙ্গা হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী

রোহিঙ্গা হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দমন অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরাকের প্রধানমন্ত্রী শনিবার মন্ত্রিসভার এক বৈঠকে এই আহ্বান জানান। এ ছাড়া, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে ইরাকের গ্র্যান্ড মুফতি শেখ আস-সামিদায়ি রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের দমন অভিযানের ব্যাপারে কিছু আরব দেশ বিশেষ করে আরব লীগের নীরবতার নিন্দা জানান।

তিনি ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে। এ অবস্থায় অতীতের যেকোনো সময়ের তুলনায় মুসলমানদের মধ্যে ঐক্য ও সহযোগিতা জরুরি হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। --পার্স টুডে

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে