রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৩২:৫৯

নরেন্দ্র মোদির ছবি আঁকায় স্ত্রীকে মারধর করে বাড়ি ছাড়া করলেন স্বামী!

নরেন্দ্র মোদির ছবি আঁকায় স্ত্রীকে মারধর করে বাড়ি ছাড়া করলেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের ছবি আঁকার কারণে স্ত্রী নাজমা পারভীনকে মারধর করেছেন তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। পরে তাকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বালিয়া জেলার সিকান্দারপুর শহরের পাশের বাছারিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রোববার খবরটি জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।

নাজমা পরভীন একজন মুসলিম নারী। তার বাবার অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ সুপার (এসপি) অনিক কুমার জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি আঁকায় নাজমাকে প্রহার করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

গত বছর নভেম্বরে নাজমা পারভীন পারভেজ খান নামে একজনকে বিয়ে করে সংসার শুরু করেন। বছর না পেরুতেই ছবি আঁকার অপরাধে শ্বশুর বাড়ি ছাড়তে হলো তাকে। তবে এ বিষয়ে নাজমার শ্বশুর বাড়ির লোকজনের কারো মন্তব্য জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে