রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২০:৫২

মাঝ সমুদ্রে যুদ্ধের উত্তেজনা! মার্কিন যুদ্ধজাহাজের গতিরোধ করলো ইরানি যুদ্ধজাহাজ

মাঝ সমুদ্রে যুদ্ধের উত্তেজনা! মার্কিন যুদ্ধজাহাজের গতিরোধ করলো ইরানি যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি মিসাইল যুদ্ধ জাহাজ ওমান সাগরে আমেরিকার একটি যুদ্ধজাহাজের গতিরোধ করে সতর্ক করল। মার্কিন জাহাজটি ইরানি যুদ্ধজাহাজের দিকে ছুটে আসার চেষ্টা করলে ইরানি মিসাইল যুদ্ধজাহাজ থেকে তাকে সতর্ক করা হয়। রোববার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইরানের নৌবাহিনী।

এতে বলা হয়েছে, "শামস নামের যুদ্ধজাহাজটি তার ইঞ্জিন পরীক্ষার জন্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাস্ক বন্দর থেকে সমুদ্রযাত্রা করে এবং ৪৫ কিলোমিটার যাওয়ার পর ইঞ্জিনটি ঠিকমতো কাজ না করলে তাকে উদ্ধারের জন্য একটি মিসাইল যুদ্ধজাহাজ পাঠানো হয়। সেই সময় মার্কিন যুদ্ধজাহাজ ইরানি যুদ্ধজাহাজ দিকে উদ্যত হলে তার গতিরোধ করে তাকে সতর্ক করা হয়।"

ইরানের সতর্কবার্তা এবং মিসাইল বোটের সময়মতো উপস্থিতির কারণে মার্কিন যুদ্ধজাহাজটি ওই এলাকা ছেড়ে চলে যায়। গত কয়েক মাস ধরে পারস্য উপসাগরে ইরান ও আমেরিকার যুদ্ধজাহাজ বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে চলে গেছে। এসব ঘটনায় ওয়াশিংটন মার্কিন যুদ্ধজাহাজকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য ইরানকে দায়ী করেছে।

তবে ইরানের নৌবাহিনী বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের চলাচলের ধরণ বদলেছে। এবং বহুবার ইরানি জলযানের কাছে উসকানিমূলক তত্‍পরতা চালিয়েছে। এসব ঘটনায় ইরানের নৌবাহিনী মার্কিন জাহাজগুলোকে সতর্ক করেছে।।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে